শা'বান মাসের গুরুত্ব ও তাৎপর্য

এই ধরণের বরকতময় সময়গুলোর মধ্যে শা'বান মাস উল্লেখযোগ্য।  মহানবী (সাঃ) এই মাসেই সর্বাধিক রোজা রাখতেন। এই মর্মে হাদীসের ভাষ্য নিম্নরূপ :-

হাদীস নাম্বার :- ১

قالت عائشة رضي الله عنها: وما رأيت رسول الله (ﷺ) وسلم استكمل صيام شهر إلا رمضان، وما رأيته في شهر أكثر صياماً من شعبان.

অনুবাদঃ হজরত আয়েশা (রাঃ) বলেনঃ আমি রাসূলুল্লাহ (সাঃ) কে রমজান ছাড়া অন্য সময় পূর্ণমাস রোজা রাখতে দেখিনি এবং শা'বান মাসের মতো অধিক পরিমান নফল রোজা অন্য কোনো মাসেও রাখতে দেখিনি। (বুখারী শরীফঃ ১৯৬৯, মুসলিম শরীফঃ ১১৫৭, নাসায়ী শরীফঃ ২৩৫১-২৩৫৮)

হাদীস নাম্বার :-

Post a Comment